Page-2



ছাত্রীঃ স্যার দরজা জানালা বন্ধ করে দিন! স্যারঃ কেন? ছাত্রীঃ আপনাকে একটা গোপন জিনিস দেখাব!!! স্যারঃ সত্যি??? (অবাক হয়ে) ছাত্রীঃ হ্যাঁ, আগে সবকিছু বন্ধ করে দিন যাতে আলো না আশে!!
স্যারঃ তারপর?? আর? ছাত্রীঃ আমার কাছে আসেন স্যারঃ ওহ !! তারপর? আর কি করবো বলো? ছাত্রীঃ স্যার এবার দেখেন। আমার ঘড়িতে লাইট জ্বলে ! !

ক্লাস টু-তে এক পিচ্চি মেয়ে উঠে দাঁড়িয়ে বলছে, ‘টিচার টিচার, আমার আম্মু কি প্রেগন্যান্ট হতে পারবে?’ টিচার বললেন, ‘তোমার আম্মুর বয়স কতসোনা?’ পিচ্চি বললো, ‘চল্লিশটিচার বললেন, ‘হ্যাঁ, তোমার আম্মু প্রেগন্যান্ট হতে পারবেনপিচ্চি এবার বললো, ‘আমার আপু কি প্রেগন্যান্ট হতে পারবে?’ টিচার বললেন, ‘তোমার আপুর বয়স কত সোনা?’ পিচ্চি বললো, ‘আঠারোটিচার বললেন, ‘হ্যাঁ, তোমার আপু প্রেগন্যান্ট হতে পারবেপিচ্চি এবার বললো, ‘আমি কি প্রেগন্যান্ট হতে পারবো?’ টিচার হেসে বললেন, ‘তোমার বয়স কত সোনা?’ পিচ্চি বললো, ‘নয়টিচার বললেন, ‘না সোনা, তুমি প্রেগন্যান্ট হতে পারবে না কথা শোনার পর পেছন থেকে ছোট্ট বাবু পিচ্চিকে খোঁচা দিয়ে বললো, > > > > > ‘শুনলে তো? আমি তো তখনই বলেছি, আমাদের চিন্তা করার কিছু নেই... ;  মজা পাইলে...

►► গবেষণায় দেখা গেছে, একটা মেয়ে যখন তার বয়ফ্রেন্ড বা জামাইকে জিজ্ঞেস করে "আমাকে দেখতে কেমন দেখাচ্ছে??" তখন তারা নেগেটিভ বা নেতিবাচক উত্তর আশা করে না বা শুনতে চায় না।। যদি কোন কারণে নেতিবাচক উত্তর চলে আসে তবে তাদের বেশিরভাগ ক্ষেত্রে মেজাজ খারাপ হয়।। কিছু ক্ষেত্রে মনটাও খারাপ হয়।।
►► সাধারণত একজন মেয়ে হাই তোলার সময় তার মুখ ঢাকতে সবসময় হাতের উল্টো পিঠ ব্যাবহার করে থাকে।।
►► হাতে কিছু না থাকলে বেশিরভাগ মেয়েই অস্বস্তি বোধ করে।। এজন্য মেয়েরা যেকোনো জায়গায় চলাফেরা করার সময় অবশ্যই হাতে কিছু না কিছু একটা নিয়ে নেয় (হ্যান্ডব্যাগ অথবা অন্যকিছু যা বহন করা যায়)।।
►► কোন মেয়েকে "কেমন আছো??" জিজ্ঞেস করার পর সে যদি একটু বিরতি নিয়ে উত্তর দেয় ভালো আছি তাহলে ৯৫% সময়ই সে ভালো নেই এবং মিথ্যা মিথ্যা ভালো থাকার কথা বলছে।।
►► সাধারণত মেয়েরা নিজেদের ভুল স্বীকার করে না।। অর্থা, যাই ঘটুক না কেন, মেয়েরা সর্বদাই সঠিক।। ছেলে হিসেবে এটা আপনাকে মেনে নিতেই হবে।। আরো অনেক ছিলো, কিন্তু আপুরা আমাকে মার লাগাবেন দেখে ভয়ে দিতে পারলাম না।। :| একটা প্রশ্ন, উপরে দেয়া পয়েন্টগুলো কি সঠিক?? ভাইয়া, আপু সবার কাছ থেকেই জানতে চাচ্ছি।।


এই পোস্টের পর হয়তো আমি আপুদের আক্রোশের শিকার হতে পারি, তাই আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি।। এই পোস্টে দেয়া তথ্যগুলো ভিন্ন ভিন্ন মহাদেশের ভিন্ন ভিন্ন সময়ে হাজার হাজার মেয়েদের উপর গবেষণা করে পাওয়া।। এখানে একটা বাড়তি লাইনও আমি লিখি নি।। শুধুমাত্র অনুবাদ করেছি আসল সুত্র থেকে।।

No comments:

Post a Comment